Morning And Evening Dua, সকাল ও সন্ধার দূআ


Morning And Evening Dua, সকাল ও সন্ধার দূআ
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ أُرَاهُ قَالَ فِيهِنَّ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ 
“To him belong the dominion and praise and he has power over all things. My Lord, I ask you for goodness in this night and goodness after it. I seek refuge in you from the evil in this night and the evil after it. My Lord, I seek refuge in you from laziness and the evil of old age. My Lord, I seek refuge in you from the punishment of the Hellfire and punishment in the grave.” Ṣaḥīḥ Muslim 2723  Jami` at-Tirmidhi 3390
“তাঁরই রাজত্ব ও প্রশংসা এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আমার রব, আমি তোমার কাছে এ রাতে কল্যাণ চাই এবং এর পরের কল্যাণ চাই। আমি তোমার কাছে এ রাতের অনিষ্ট এবং এর পরের অনিষ্ট থেকে আশ্রয় চাই। হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা এবং বার্ধক্যের অনিষ্ট থেকে। হে আমার রব, আমি আপনার কাছে জাহান্নামের আযাব এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।” সহীহ মুসলিম ২৭২৩, জামি’আ তিরমিজি ৩৩৯০

Comments